৭ মার্চের ভাষণ ইতিহাসে অন্যতম সেরা ভাষণ — ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম সেরা ভাষণ। আজ দুপুরে পাবনা জেলার ঈশ^রদী শহরের আলহাজ মোড়ে ইউনেস্কো কর্তৃক জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশে^র অন্যতম সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করায় আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ অংশ নিয়ে তাঁর বক্তব্যে এ কথা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম সেরা ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। মন্ত্রী বলেন, এ দিনটি আমাদেরকে উজ্জীবিত করেছে। পরে মন্ত্রী আনন্দ র্যালিতে যোগ দিয়ে এক কিলোমিটার পথ পায়ে হেঁটে চলেন। এসময় সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।