৩ দিনের ছুটিতে ঢাকা-রাজশাহী- চাঁপাই মহাসড়কে গাড়ি চলছে থেমে থেমে

সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি যোগ হওয়ায় তিনদিনের অবসর পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তাই প্রিয়জনদের সঙ্গে
সময় কাটাতে বৃহস্পতিবার অফিস শেষেই অনেকে ছুটেছেন বাড়ির পানে। কিন্তু ভোগান্তিতে পড়েছেন শুক্রবার সকালে গ্রামের পথধরা মানুষ। এদিন সকাল থেকেই ঢাকা রাজশাহী চাপাই মহাসড়কে থেমেথেমে চলছে যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী যাএীরা।
( হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্ববির, রাজশাহী)
(পরের খবর) র্যাব এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী »