৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২৩২৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
৩৬তম বিসিএস পরীক্ষার প্রার্থীদের মধ্য থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৯২ জন, (পুলিশ) ক্যাডারে ১১৭ জন, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে ২০ জন, বিসিএস (কর) ক্যাডারে ৪২ জন, বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে ১৫ জন, বিসিএস (কৃষি) ক্যাডারে ৩২২ জন, বিসিএস (মৎস্য) ক্যাডারে ৪৮ জন, বিসিএস (স¦াস্থ্য) সহকারী সার্জন ক্যাডারে ১৮৭ জন, বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে ৪৩ জনসহ বিভিন্ন ক্যাডারে সর্বমোট ২৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। তাছাড়া, তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (িি.িনঢ়ংপ.মড়া.নফ) থেকে ফল জানা যাবে। এছাড়া এসএমএস বা খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএস ফরম্যাট : চঝঈ<ঝঢ়ধপব>৩৬<ঝঢ়ধপব>জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ ংবহফ ঃড় ১৬২২২.