৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে মাতৃছাগল বিতরণ করেছে নিসচা সাভার থানা শাখা
ইসমাইল হোসেন, সাভার প্রতিনিধিঃ বর্ণাঢ্য র্যালী ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে গত ১লা ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দেশের বহুল জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জননন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন এবং নিসচার কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় পর্যায়ে এবং সারাদেশে শাখা পর্যায়ে সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতদের অস্বচ্ছল পরিবারকে মাতৃছাগল প্রদান করা হয়। যাতে ছাগলগুলো পালন লালন করে প্রজনন করিয়ে বংশবৃদ্ধি করা যায়। এর মাধ্যমে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আনয়নে অবদান রাখার জন্য নিসচার ক্ষুদ্র প্রচেষ্টা।
তারই ধারাবাহিকতায় গত ৩১শে ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার পক্ষ থেকেও দুটি পরিবারের মাঝে ২টি মাতৃছাগল বিতরণ করা হয়। সড়ক দূর্ঘটনার ফলে যারা মৃত্যু বরণ করেছেন অথবা পঙ্গুত্ব বরণ করেছেন এমন দুই টি অস্বচ্ছল পরিবারকে দুটি মাতৃছাগল প্রদান করা হয়।
প্রত্যেক প্রতিষ্ঠা বার্ষিকিতে কেন্দ্রিয় শাখার পাশাপাশি নিসচা সাভার থানা শাখার এই প্রচেষ্টা চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো বেশি সংখ্যক ছাগল যেন সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণ করতে পারেন সেই আশাও ব্যক্ত করেন নিসচা সাভার থানা শাখার আহবায়ক ইসমাইল হোসেন। এসময় সমাজের অবস্থাশালী ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন।
(পরের খবর) খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত »