৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান। এউপলক্ষ্যে সকাল ১১টায় স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ফলদ বৃক্ষের চারা দিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ ফরহাদুল মিরাজের সভাপতিত্বে “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফলের গাছ লাগান” প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হক, উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গাফফার মিয়া, উপ-সহকারী কৃষি অফিসার দিলীপ কুমার বিশ্বাস। সভাটি পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুছ। সভাশেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
ছবি – তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান।