২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
মোশাররফ হোসেন, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুর সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী ও উপজেলা পর্যায়ে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা-২০১৭, উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্তি হয়। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, কৃষি অফিসার মোঃ ফরহাদুল মিরাজ, সমাজ সেবা অফিসার মোঃ আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহনকারী মাধ্যমিক স্কুল গুলোর মাঝে প্রধান অতিথি ক্রেস্ট বিতরণ করেন।
ছবি সংযুক্ত: সদরপুর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সরোয়ার হোসেন।