২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের ফাঁসির আদেশ না হওয়ায় টঙ্গীতে বিক্ষোভ মিছিল
মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পাকারী তারেক রহমানের ফাঁসির আদেশ না
হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বুধবার টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী কালীগঞ্জ মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এড. আজমত উল্লা খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ¦ মোঃ উসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান বিকম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ গিয়াস উদ্দিন সরকার, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, আলহাজ¦ আমান উদ্দিন সরকার, বদরুল আলম পাশা, কাজী কামাল হোসেন, এম এইচ মঞ্জুর রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী রবিউল্লাহ খান, মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শাহ্ধসঢ়; মোহাম্মদ আমান, ৪৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোক্তার হোসেন সোহেল, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু, যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমান।
কিন্তু তারেক রহমানকে আদালত ফাঁসির আদেশ না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আমরা গাজীপুর মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে তারেক রহমানের ফাঁসির আদেশ কার্যকর করার জোর দাবী জানাই। এছাড়াও ফাঁসির রায়ের অপেক্ষায় টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকারের নেতৃত্বে সকাল ৮টা থেকে টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি জামাতের নাশকতা প্রতিহত করার লক্ষ্যে রাজপথে অবস্থান করেন।
এ সময় তার সাথে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ আমান উদ্দিন সরকার, জয় সরকার, হাজী মোঃ শাহ আলম, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম চঞ্চল, আনিসুর রহমান, জহিরুল হক বিপ্লব, উমর ফারুক মিলন প্রমুখ। গাজীপুর মহানগর তাঁতীলীগের সভাপতি শাহ আলমের নেতৃত্বে বিএনপি জামায়াতের নাশকতা প্রতিহত করার লক্ষ্যে সকাল থেকে টঙ্গী মধুমিতা এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে অবস্থান করেন।
এ সময় তার সাথে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ¦ সৈয়দ ইয়াসিন মিয়া, শফিকুল ইসলাম স্বপন, খোরশেদ আলম, রাশেদ চৌধুরী, সোহেল আহমেদ প্রমুখ। টঙ্গী চেরাগআলী এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকারের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্রাক পিন্টার্সের সামনে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেন। এসময় তার সাথে ছিলেন টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি কে এম শাহ আলম, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, পলাশ মাহমুদ, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, মোঃ আলী হোসেন আলী, আনিসুর রহমান মিশু প্রমুখ। ২১ শে আগস্ট হামলা মামলার রায়ে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। বুধবার দুপুর বারোটার কিছু আগে আদালতে রায় পড়া শুরু হয়। এর আগে বিশেষ নিরাপত্তায় সকালে ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে অভিযুক্ত ৩১ আসামিকে হাজির করা হয়। আদালতের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী। উলেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়।