২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলা কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ। আদালত থেকে মামলার রায় ঘোষণার পূর্ব মূহুর্ত পর্যন্ত বুধবার সকাল থেকে শহরের জিরো পয়েন্টে অবস্থান নেয় নেতা-কর্মীরা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, যুগ্ম সম্পাদক এড.এসএম আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী কাজিউল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শেখ রাকিবুজ্জামান রাকিব, সেক্রেটারী রকিবুজ্জামান রনি প্রমুখ। রায় ঘোষণার পর একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।