প্রধান মেনু

২০১৮ সালের হজ্বযাত্রীদের নিয়ে “খান এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস” এর হজ্বের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নাজমুল হাসানঃ
সেবা গ্রহন আপনার অধিকার আর অধিকার নিশ্চিত করণ আমাদের অঙ্গীকার’ স্লোগান কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় “খান এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস” নয়ানশুকা, পাইকড়তলা, চাঁপাইনবাবগঞ্জ – বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ্ব লাইসেন্স নং-884 এর আয়োজনে মেসার্স খান এ্যান্ড সন্স অটো রাইস মিল প্রাঙ্গনে জনাব আলহাজ্ব মাওলানা অধ্যাপক গোলাম কবির সাহেবের সঞ্চালনায় হজ্বের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ২০১৮ ইং সালে হজ্বে গমনেচ্ছু সম্মানিত হজ্ব-যাত্রীদের নিয়ে শনিবার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তাগন হজ্বের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ সহ সুষ্ঠুভাবে পবিত্র হজ্বব্রত পালনে দিকনির্দেশনা মূলক বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে বক্তব্য রাখেন। বক্তাগন, হজ্বের অব্যবস্থাপনা, অসংঙ্গতি এবং হাজ্বীদের হয়রানি বন্ধে বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টা আরও জোরদার করার কথা উল্রেখ করেন।এছাড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গীবিরোধী আলোচনা সহ বিভিন্ন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতা মূলক আলোচনা এবং সবশেষে হজ্ব-যাত্রীদের এবং বিশ্ব-মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া করে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র জনাব নজরুল ইসলাম, বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, জনাব হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, জনাব মাওলানা মোঃ তরিকূল ইসলাম এবং জনাব মাওলানা মোঃ সাইদুর রহমান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোঃ আল মামুদ আলী খান সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন এবং দোয়া কামনা করেন। উল্লেখ্য য়ে “খান এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস” এ সারা বছর ওমরা এবং হজ্বের বুকিং চলছে, এছাড়া রাজশাহী, ঢাকা, কক্সবাজার, সিলেট সহ আার্ন্তজাতিক সকল রুটের এয়ার টিকিট সরবারহ করা হয়।