২য় ডিপ্লোম্যাট কাপ টেনিস প্রতিযোগিতা উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘ডিপ্লোম্যাট কাপ টেনিস প্রতিযোগিতা ২০১৭’ এর শুভ উদ্বোধন আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, হাজী মোঃ সেলিম, এ এস এম হায়দার, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও সুইডেনের খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে।
এছাড়া আজ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও নেপাল লন টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়ান অনূর্র্ধ্ব ১২ বছর দলগত টেনিস প্রতিযোগিতা ২০১৭’ এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, পাকিস্তান ও মালদ্বীপ এর বালক ও বালিকা দল অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ দল বালক বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে চতুর্থ স্থান অধিকার করে।