১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার খোকসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ সময় খোকসা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া জেরিন, থানা অফিসার ইনচার্জ এ, বি, এম মেহেদী মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ফজলুল হক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধানগণ সহ ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
(পরের খবর) হাতীবান্ধায় হায় হায় কোম্পানির দু’ কর্মকর্তার সাজা »