১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন—কাজী জাফরউল্লাহ
![](https://nationaldetectivenews.com/wp-content/uploads/2023/08/IMG-20230815-WA0000-1-900x450.jpg)
নিজস্ব প্রতিনিধি: আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।দোয়া ও মাহফিলের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন এ.কে.এম মতিউর রহমান। সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কার্য নির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাজী জাফর উল্লাহ ১৫ ই আগস্ট উপলক্ষে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার কর্মসূচি ঘোষণা করেন।
পরিশেষে শোকাবহ ১৫ ই আগস্টে প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এবং ১৯৭৫ এর ১৫ই আগস্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এবং সাধারণ জনগণের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
« বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত (পূর্বের খবর)
(পরের খবর) বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে—-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী »