প্রধান মেনু

১৩টি সংস্থার সাথে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

তথ্য মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর ও সংস্থার সাথে মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদের সাথে ৫টি স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং ৮টি দপ্তর তথ্য অধিদফতর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ফিল্ম সেন্সর বোর্ডের প্রধানগণ নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী এ চুক্তিগুলোকে মন্ত্রণালয়ের আগামী ২০১৭-১৮ অর্থবছরের ‘কাজের বাজেট’ হিসেবে অভিহিত করে বলেন, আগামী অর্থবছরে কি পরিমাণ জনবল ও অর্থ ব্যয়ে কি কি কাজের মাধ্যমে জনগণ ও গণমাধ্যমকে সেবা দেয়া হবে তারই পরিকল্পনা অনুসারে এ চুক্তি সম্পাদিত হলো। রূপকল্প ২০২১, রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ, ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মন্ত্রণালয়ের নীতি, সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির আলোকে এই চুক্তিগুলো প্রণীত হয়েছে।
‘ফাঁকা বুলি নয়, শেখ হাসিনার সরকার সত্যিকার অর্থে জনসেবার মান ও জবাবদিহিতা বৃদ্ধি করতে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যে পরিকল্পনা ও নিয়মতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করেছে, এ চুক্তিস্বাক্ষর তারই একটি বাস্তব প্রতিফলন’, বলেন মন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ও একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে আবদ্ধ জানিয়ে হাসানুল হক ইনু এসময় চুক্তিকে শপথ হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী অঙ্গীকারগুলো পূরণের জন্য সকল সংস্থা ও দপ্তর প্রধানদের প্রতি আহ্বান জানান।
তথ্য সচিব মরতুজা আহমদ তার বক্তৃতায় বলেন, এ চুক্তি স্বাক্ষর তথ্য মন্ত্রণালয়ের সকল সংস্থা ও দপ্তরের স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা রাখবে। বিগত ২০১৫-১৬ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় সামগ্রিকভাবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ১০০ নম্বরের মধ্যে ৯৬.৬৭ নম্বর অর্জন করে সকল মন্ত্রণালয়ের মধ্যে শীর্ষ স্থানের একটি অর্জন করেছে এবং বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে ৯৭.৫ নম্বরের অধিক অর্জন করবে বলে জানান তথ্য সচিব।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণের মধ্যে মোঃ নাসির উদ্দিন আহমেদ, রোকসানা মালেক এনডিসি, মনজুরুর রহমান, মোঃ মোশাররফ হোসেনসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।