প্রধান মেনু

১২০টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চতুর্থ পর্যায়ে আজ মোহাম্মদপুরের বসিলা (বুড়িগঙ্গা ও তুরাগের অংশ) এলাকায় অভিযান চালিয়ে ১২০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে রয়েছে চারতলা ভবন একটি, তিনতলা ভবন ৮টি, দোতলা ভবন ১১টি, একতলা ভবন ৪২টি, আধাপাকা ভবন ৩৩টি এবং টিনের ও টংঘর ২৫টি। বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১,৫০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী তীর উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। আগামীকাল বসিলা এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।