হাতীবান্ধায় হায় হায় কোম্পানির দু’ কর্মকর্তার সাজা
মো:জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বৃহস্পতিবার সন্ধ্যায় হায় হায় কোম্পানির দু’ কর্মকর্তার দেড় বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক সাজাপ্রাপ্তরা হলেন মাদার-সন হেলর্থ হুলরুলাল ডেভেলপমেন্ট সোসাইটির উপ ব্যবস্থাপক রেজাউল করিম ও নির্বাহী পরিচালক ডা:মফিজুল ইসলাম। রেজাউল করিম রংপুর জেলার কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও ডা: মফিজুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বানীগঞ্জ গ্রামের ছামছুল হকের ছেলে।
হাতীবান্ধা থানার এসআই নূর আলম বলেন, মাদার সন হেলর্থ হুলরুরাল ডেভেলপমেন্ট সোসাইটির দু’ কর্মকর্তা রেজাউল করিম ও চিকিৎসক মফিজুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৩ জন মহিলা স্বাস্থ্য সেবিকা নিয়োগ দেয়। এসব স্বাস্থ্য সেবিকাদের দিয়ে এলাকার অশিক্ষত, অসেচতন, সহজ, সরল লোকদের চিকিৎসা সেবার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও তাদেরকে কোন বেতন দেয়া হতোনা। বেতন না পাওয়ায় উক্ত সেবিকারা ওই দু’ কর্মকর্তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ এসে তাদের প্রতিষ্ঠানের কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় আটক করে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সামিউল আমিন ভ্রাম্যমান আদালতে উভয়ের দেড় বছর করে সাজার আদেশ প্রদান করেন। রায়ের পর আসামীরা থানা হেফাজতে রয়েছে। এসময় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রমজান আলী উপস্থিত ছিলেন।