প্রধান মেনু

হাতীবান্ধায় শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় প্ল্যান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রূপান্তর হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের শিশু অধিকার ও সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সাথে সমাজ ভিত্তিক শিশু অধিকার ও সুরক্ষা কমিটি সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াশিম বেলী, সিপি স্পেশালিষ্ট এস.এম আব্দুল কাদের , উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুুবুল আলম, রূপান্তর প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে এই প্রকল্পের অন্যতম লক্ষ্য শিশু সুরক্ষা কমিটির অভিজ্ঞতা, সমস্যা, শিক্ষণীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে সাফল্যের গল্প নামক একটি বইয়ে মোড়ক উন্মোচন করা হয়।