হাতীবান্ধায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগ দানের জন্য মোটা অংকের টাকা অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক আতাউর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির এক জরুরী সভায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় পরিচালনা কমিটির সভাপতি সহ ৭জন সদস্য উপস্থিত থেকে স্বাক্ষর করেছেন। প্রধান শিক্ষক বরখাস্ত কালিন সময়ে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক শ্যামল জানান, বুধবার বিকেলে সহকারি প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পরিচালনা কমিটির সভা চলছিল।
এ সময় আব্দুল হাকিম নামে এক প্রার্থী এসে দাবি করেন, প্রধান শিক্ষক আতাউর রহমান সহকারি প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে তার কাছ থেকে ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছেন। সভায় উপস্থিত সদস্যরা প্রধান শিক্ষক আতাউর রহমানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেন নি। ফলে সভায় উপস্থিত সদস্যরা ওই প্রধান শিক্ষক আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করে পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানান।
সভায় সবার সিদ্ধান্তক্রমে স্কুল প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ প্রসঙ্গে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শিক্ষক নিয়োগের নামে উৎকোচ গ্রহনের কথা অস্বীকার করে বলেন, তার সাময়িক বরখাস্তের কথা জানা নেই। এ ব্যাপারে তিনি কোন নোটিশ পাননি।
হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের তথ্য তার জানা নেই। তবে বুধবার সহকারি প্রধান শিক্ষক নিয়োগ বোর্ডে ওই স্কুলে গেলে একজন প্রার্থী থাকায় তা মূলতবি হওয়ায় তিনি চলে আসেন।