হাতীবান্ধায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
মোঃ জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ২২/০৯/২০১৮খ্রিস্টাব্দে দিনাজপুর শিক্ষাবোর্ড ও লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে নির্বাচিত ৪ জন অভিভাবক সদস্য লিখিত অভিযোগ করেছেন। এদের মধ্যে বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বড় ভাই আনোয়ার হোসেনও রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে ১৮ সেপ্টেম্বর’১৮ তারিখে সরাসরি ভোটের মাধ্যমে ৫ জনকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। কিন্তু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান নিয়ম না মেনে সুকৌশলে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন কাজ সম্পাদন করেন। ম্যানেজিং কমিটির নীতিমালা-২০০৯ অনুযায়ী সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ১ জন সভাপতি নির্বাচিত করার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি। কারণ সভাপতি নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচিত ৪ জন সদস্যের উপস্থিতি কিংবা মতামত কোনোটাই গ্রহণ করা হয়নি। এ প্রসংগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, নীতিমালা মেনে উপজেলা একাডেমিক সুপারভাইজার সহিদুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করেছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সহিদুল ইসলাম বলেন, উত্তর পারুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে নীতিমালার কোনো প্রকার ব্যত্যয় ঘটেনি। ম্যানেজিং কমিটির নীতিমালা-২০০৯ অনুসরন করে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, উত্তর পারুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ জন নির্বাচিত অভিভাবক সদস্য সভাপতি নির্বাচনে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।