হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইফতার মাহফিল

লালমনিরহাট,প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্থানীয় এমপি’র পুত্র ইফতেখার হোসেন মাসুদ।সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান সোহেলের সভাপতিতে,এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা রাফিউল ইসলাম সম্পদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।আলোচনা শেষে জাতির মঙ্গল কামনা ও দেশের কল্যানে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।