হাতীবান্ধায় বর্নমেলা ও বই মেলা
মো: জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বর্নমেলা ও বই মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উক্ত মেলার শুভ উদ্বোধন, স্টল পরিদর্শন ও বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও সামিউল আমিন।অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এএসএম শহীদুজ্জামান সোহেল, নওদাবাস ইউনিয়ন চেয়ারম্যান ও কবি অশ্বিনী কুমার বসুনীয়া, কবি ও সাহিত্যিক ইসমত আরা, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা শিরিন, কবি শামসুন্নাহার বেগম,প্রাক্তন প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পরিচালনা পর্ষদ সদস্য ইশতিয়ার আল মামুন পরাগ ও জিয়াউল হাসান রিপন প্রমুখ।উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ৫টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
বইগুলো হলো- অশ্বিনী কুমার বসুনীয়ার রচিত ছেঁড়া পান্ডুলিপি, ইসমত আরার অন্ত:সরব, শামসুন্নাহার বেগমের সোনালি প্রত্যাশা,ইয়ামিন বসুনিয়ার দূরের ল্যাম্পোস্ট ও সুবাস রায়ের অসীম সীমানায় । আয়োজকদের নির্মিত বই মেলার গেট দর্শনার্থীদের ভীষনভাবে আকর্ষন সৃষ্টি করেছে। সহযোগিতা পেলে ঢাকার আদলে স্থানীয়ভাবে এ ধরনের বই মেলা করা সম্ভব
বলে অভিমত বক্তাদের।