হাতীবান্ধায় দিনমজুরের মেয়ে রুনার সাফল্য
হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের অতি দরিদ্র পরিবারের সন্তান রুনা খাতুন। তার পিতা মতিয়ার রহমান একজন দিনমজুর।পেটে ভাত জোটেনা, পরনে চাহিদামতো কাপড় জোটেনা। দারিদ্রতা আর নানা অসঙ্গতির সঙ্গে নিত্য লড়াই যেন তার নিয়তি।তবু সে দমেনি। হার মানেনি দারিদ্রের কাছে। নানা প্রতিকূলতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেও জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে সে। মূল লক্ষ্য যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে দারিদ্রতা দূর করে গরীব বাবা মায়ের মুখে হাসি ফোটানো।
সে লক্ষ্যকে সামনে রেখে শত বাঁধা পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় পেলেন জিপিএ-৫।হাতীবান্ধা আলহাজ সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষা অংশগ্রহন করে রুনা খাতুন এ সাফল্য অর্জন করেন। ৮ম শ্রেণীতেও তার অর্জিত জিপিএ ছিল-৫। মতিয়ার রহমান ও মোমেনা বেগমের ১ ছেলে ৪ মেয়ের মধ্যে রুনা চতুর্থ। বড়বোন রাশেদা খাতুন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে তাকে অন্যত্র বিয়ে দেয়া হয়েছিল। রুনারও অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।
পিতার রয়েছে শুধুমাত্র ৭ শতাংশের ভিটেবাড়ি। রুনা খাতুন বলেন, লেখাপড়ার ক্ষেত্রে তার বড় বাঁধা দারিদ্রতা। চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। কিন্তু সে ইচ্ছা পূরণ হবে কিনা জানেনা সে। অর্থের অভাবে স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে কিনা। আলহাজ সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরমোহাম্মদ বাবলু বলেন, রুনা খাতুন দরিদ্র পরিবারের মেধাবী মুখ। সহযোগিতা পেলে কাংখিত লক্ষ্যে পোঁছাতে পারে।