হাতীবান্ধায় জাতীয় পুস্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
মো:জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুস্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রমজান আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম, শিশু বিশেষজ্ঞ মোস্তফা জামান ও ইউএসডিও’র প্রকল্প সমন্বয়কারী আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনা শেষে এক পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ বউ রুজিনা বেগম ও শ্রেষ্ঠ শাশুড়ীর পুরস্কার অর্জন করেন আফরোজা বেগম। চিত্রাংকনে ৩জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। তারা হলেন- তিশা খাতুন, সোমা খাতুন ও মেহেদী হাসান। শ্রেষ্ঠ কৃষক হন- সিন্দুর্না ইউনিয়নের আহসান হাবীব, গড্ডিমারী ইউনিয়নের অমূল্য বর্ম্মন ও রেজোয়ান।