হাতীবান্ধায় চার হোটেল ব্যবসায়ীর অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাহে রমজান মাস উপলক্ষ্যে ভেজাল বিরোধী অভিযানে নিম্নমানের খাবার পরিবেশেনের অভিযোগে চার হোটেল ব্যবসায়ীর কাছে ২৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহীহাকিম আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলা চারটি হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নোংড়া পরিবেশ ,নিম্নমানের খাবার বিক্রয় ও মূল্য তালিকা না টাঙ্গিয়ে ভোক্তা অধিকার লংঘন করার অভিযোগে চৈতালী হোটেল মালিককে ১০ হাজার, আলাউদ্দিন হোটেল মালিককে সাত হাজার, ফাল্গুনী হোটেল মালিককে পাঁচহাজার ও বৈশাখী হোটেল মালিককে পাচঁ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। ইউএনও আমিনুর ইসলাম জানান, মাহে রমজান উপলক্ষ্যে ভ্রাম্যমান আদালতে অভিযান অব্যহত থাকবে।