প্রধান মেনু

হাতীবান্ধায় কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে চলছে বাড়ির উঠানে মাটি ভরাটের কাজ

লালমনিরহাট সংবাদদাতা : কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে চলছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভগ্নিপতির বাড়ির উঠানে মাটি ভরাট করনের কাজ। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে। জানা গেছে, ত্রান ও পূর্নবাসন অধিদপ্তরের অধীনে জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে চলছে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্প।

এরই আওতায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নেও চলছে উক্ত কর্মসুচি।এরই অংশ হিসেবে ভেলাগুড়ি ইউনিয়নের -“৭নং ওয়ার্ড কবরস্থান মাটি ভরাট কর্মসূচি ” বাস্তবায়ন করার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই প্রকল্পের নামে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিনের ভগ্নিপতি মফিজুল ইসলাম ও তার ভাই মজিদুল ইসলামের বাড়ির উঠানে চলছে মাটি ভরাট করনের কাজ।

একই সঙ্গে কবরস্থানে মাটি ভরাটের পাশাপাশি মফিজুল ইসলাম ও মজিদুলের বাড়ির উঠানেও মাটি ভরাটের কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। উত্তর জাওরানী গ্রামের মূত জমির উদ্দিনের পুত্র ইউনিয়ন চেয়ারম্যানের ভগ্নিপতি মফিজুল ইসলাম ও তার বড় ভাই মজিদুল ইসলাম। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কর্মসুচীর আওতায় ভেলাগুড়ি ইউনিয়নে ১৫ দিনের কাজ চলছে।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, আজ সকালে পরিদর্শনকালে “৭নং ওয়ার্ড কবরস্থান মাটি ভরাট কর্মসূচি ” প্রকল্পে শ্রমিকদের মাটি কাটতে দেখেছি। মফিজুল ও মজিদুলের উঠানে মাটি ভরাট করার বিষয়টি জানা নেই। হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, কোনক্রমেই প্রকল্পের নাম ভাঙ্গিয়ে অন্যের বাড়ির উঠানে মাটি ভরাট করতে পারেনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।