প্রধান মেনু

হাতীবান্ধায় উন্নয়ন মেলার উদ্বোধন

জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা, লালমনিরহাট, প্রতিনিধিঃ “উন্নয়নের অভিযাত্রায়,অদম্য বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনেরেখে বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।ফিতা কেটে উক্ত মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহমেদ প্রমুখ।