হাতীবান্ধায় আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি :“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগে পূর্ব প্রস্তুতি”এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হতীবান্ধায় আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থপনা ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন এর সভাপতিত্বে উক্ত আন্তর্জাতিক দুর্র্যোগ প্রশমন দিবসে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দিলিপ কুমার সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউপি চেয়াম্যান অশ্বিনী কুমার বসুনিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ছাত্রী-ছাত্রীবৃন্দ। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মতিয়ার রহমানের নেতৃত্বে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।