হাকিমপুর হিলিতে জরিমানা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে
মোঃ আল ইমরান, উপজেলা সংবাদদাতা, হাকিমপুর, দিনাজপুরঃ দিনাজপুরের হাকিমপুর হিলিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা ও একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম এ অভিযান চালান।
আব্দুর রাফিউল আলম জাতীয় গোয়েন্দা সংবাদ কে জানান, হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়।
এছাড়া জিলাপির দোকান ও গরুর মাংসের দোকানে অভিযান চালিয়ে মোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একটি মাংসের দোকানে বাসি মাংস রাখায় দোকানদার নোমানকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
(পরের খবর) আর কত সুপারিশ হলে প্রতিবন্ধির চাকুরী হবে »