প্রধান মেনু

হযরতপুর-জাবরা নৌপথের খনন কাজ উদ্বোধন

নৌপথের নাব্যতা উন্নয়নে সরকার দেশের ৫৩টি নৌপথ খননের জন্য সাড়ে এগার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। ৩৬টি নৌপথ খনন কার্যক্রম চলমান রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১১০০ কিলোমিটার নৌপথ খনন করেছে। এছাড়া ২০টি ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলছে।

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর হযরতপুর-জাবরা নৌপথের ড্রেজিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মমতাজ বেগম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন।

উল্লেখ্য, মানিকগঞ্জ, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের সাথে বন্দর নগরী নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকা তথা দেশের অন্যান্য অঞ্চলের নৌ-যোগাযোগে কার্গো ও নৌ-যান নির্বিঘেœ চলাচলসহ এ অঞ্চলের মৎস সম্পদের উন্নয়ন ও কৃষিকাজের সুবিধার্থে নদীতে পর্যাপ্ত পানি রাখার জন্য ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর হযরতপুর-জাবরা নৌপথে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতার উন্নয়ন করে আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে উক্ত নৌপথের খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।