হতদরিদ্র ভ্যানচালক পেলো মটর চালিত নতুন ভ্যান আর্ত মানবতার সেবায় আত্ন প্রকাশ এক ফাউন্ডেশনের

শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি, ১২মে ২০২০ঃ ঝিনাইদহ কালীগঞ্জে আর্ত মানবতার সেবার লক্ষে আত্ব প্রকাশ ঘটলো হিরামন রফিউদ্দিন ফাউন্ডেশনের। সোমবার সকাল ১১ টায় শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজী রফি এ্যান্ড সন্সের নলডাঙ্গা রোডের প্রতিষ্ঠানে হতদরিদ্রদের হাতে ত্রান ও ভ্যান তুলে দিয়ে ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আাজিম আনার।
এ উপলক্ষে প্রথমে মাওলানা মশিয়ার রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার জনকল্যানের উদ্দেশ্যে গঠিত ফাউন্ডেশনের ভবিষৎ কল্যান কামনা করে হতদরিদ্র ভ্যান চালক জাফর সরকারের হাতে মটরচালিত একটি ভ্যান ও আশপাশের কয়েকটি গ্রামের ৩ শতাধিক অতি দরিদ্রদের হাতে ত্রান তুলে দিয়ে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান ব্যবস্থাপক আলহাজ্ব ফরিদ উদ্দীন, নির্বাহী পরিচালক রাশেদুল হাসান রুলু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক সাবজাল হোসেন প্রমূখ।