প্রধান মেনু

সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারা আইন বাতিল দাবীতে টঙ্গীতে ট্রাক চালকদের বিক্ষোভ

মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারা আইন বাতিল দাবীতে সোমবারও টঙ্গীতে ট্রাক চালকরা বিক্ষোভ সমাবেশ ও রাজপথে মিছিল করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের ৭ দফা দাবী মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। মহাসড়ক পথে চলাচলকারী সমস্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি বন্ধ করে দিয়ে তারারবিবার থেকে আন্দোলন শুরু করেছে। সোমবার সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট সংলগ্ন ট্রাক স্ট্যান্ডের কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে আসে অন্য ট্রাকগুলো বন্ধ করে দিতে। এ সময় কয়েকটি গাড়ী ভাংচুর হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ট্রাক চালকদের স্ট্যান্ডের ভিতরে ঢুকিয়ে দেয়। এ সময় ট্রাক চালকরা ৩০২ ধারা বাতিল দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শ্লোগানে তারা বলে, সড়ক দুর্ঘটনায় নিহত হত্যাকান্ডের বিধান আইন বাতিল চাই, বাতিল কর। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হত্যাকান্ড হতে পারে না, পারে না। ট্রাক পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক যে আইন পাশ করা হয়েছে, তা বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ট্রাক চলাচল বন্ধ করে দেয়ার ফলে পন্য এবং শিল্প এলাকার পরিবহণে অচলাবস্থা দেখা দিয়েছে। এদিকে বার বার ট্রাক চালকরা ঢাকা-গাজীপুর সড়কের যানচলাচল বন্ধ করে দিতে চাইলে পুলিশ হস্তক্ষেপ করে তাদের ট্রাক স্ট্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দু’টি জলকামান ঘটনাস্থলে জড়ো করেছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি কামাল হোসেন এবং এমদাদ হোসেন জানান, যে কোন পরিস্থিতি ও সহিংসতা মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ট্রাক চালকদের আন্দোলন রাস্তায় যাতে নামতে না পারে সে জন্য পুরো ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে ট্রাক চালকরা দফায় দফায় মিছিল করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করছে। পুলিশ যানচলাচল নির্বিঘ্ন রাখতে রাস্তার পাশে কর্রডোন অবস্থায় অবস্থান করছে।