সড়ক দুর্ঘটনায় মটরশ্রমিকের মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় সুজন (২৫) নামে এক মটরশ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বুধবার দুপুরে এইচআর পরিবহনের মালিককে টাকা দিয়ে বাড়ী ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষে সে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে এইচআর ট্রাভেলস্ধসঢ়;-এর পাইকগাছা কাউন্টারের সুপার ভাইজার ও পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের শাহিনুর রহমানের ছেলে। আসরবাদ জানাযা শেষে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
« নিজস্ব ব্র্যান্ডের ‘রেল পানি’ সরবরাহ করবে বাংলাদেশ রেলওয়ে (পূর্বের খবর)