প্রধান মেনু

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মোঃ খালিদ আল আজাদ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি ও বেলকুচি উপজেলার আমবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে
জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া থেকে একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের
কোনাবাড়িতে পৌছলে উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী (নাইট ষ্টার) বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অপরদিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর অঞ্চলিক সড়কে সিএনজি ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে সলেকা খাতুন নামে (২৫) এক নারী নিহত হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।