প্রধান মেনু

সড়ক দুর্ঘটনায় চাচাতো ভাই-বোন নিহত, বাবা আহত

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোটেরচর মনিকোঠা-পিয়াজখালী সড়কের বটতলা নামক এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সড়কে ট্রলি চাপায় জিহাদ(৭), নুসরাত(৮) নামের ২শিশু নিহত হয়েছে ও নিহত নুসরাতের পিতা রিপন খান গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত রিপন খানকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নিহত জিহাদ ও নুসরাত চাচাতো ভাই-বোন দুজনই উক্ত এলাকার আল ইকরা প্রিক্যাডেট স্কুলের প্লে ও নার্সারী শ্রেণীর ছাত্র-ছাত্রী। জানা গেছে, জিহাদ ও নুসরাতকে স্কুল ছুটির পর নুসরাতের পিতা রিপন খান মোটরসাইকেলযোগে ভাতিজা জিহাদকে নিয়ে বাড়ি যাচ্ছিল। সকাল অনুমান ১১টায় আকোটেরচর এলাকায় শাহা পত্তনদারের বাড়ির নিকট বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি তাদের চাপা দিলে শিশু ২টি ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট করে আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করে। সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুতে উক্ত এলাকায় শোকের ছায়ায় আকাশ-বাতাস ভারী হয়েছে।

ছবি সংযুক্ত –  নিহত জিহাদ ও নুসরাতের লাশের ছবি।

(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)