সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র সাব্বিরের চিকিৎসার সাহায্যার্থে পরিবহন স্ট্যান্ড কমিটি ও রাখাল পরিষদের আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র সাব্বিরের চিকিৎসার সাহায্যার্থে এবার এগিয়ে এসেছেন পরিবহন স্ট্যান্ড কমিটি ও রাখাল পরিষদ। বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্র সাঈদ মুনতাসির সাব্বিরের পিতা মুনসুর আলী সরদারের নিকট পরিবহন স্ট্যান্ড কমিটি ও রাখাল পরিষদের নেতৃবৃন্দ নগদ ২১ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পরিবহন স্ট্যান্ড কমিটির সভাপতি আজিজুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন রিপন সহ কমিটি ও পরিষদের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির গত ৯ জানুয়ারি প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে ঈগল পরিবহনের সাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। বর্তমানে সে আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।