প্রধান মেনু

স্বীকৃ‌তি পেল জাতীয় প‌ত্রিকা “দৈ‌নিক বাংলা‌দেশ”

স্টাফ রি‌পোর্টার: আধু‌নিক ডি‌জিটাল বাংলা‌দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নি‌য়ে “গনমানু‌ষের প‌ক্ষে” স্লোগান‌কে সাম‌নে রে‌খে নবযাত্রায় স্বীকৃ‌তি পেল জাতীয় “দৈ‌নিক বাংলা‌দেশ”।

আজ সকাল ১০ টায় ঢাকা ডি‌সি অ‌ফিস থে‌কে অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌ক কাজী না‌হিদ রসূ‌লের কাছ থে‌কে অনুম‌তি পত্রগ্রহন ক‌রেন ‘দৈ‌নিক বাংলা‌দেশ’ এর কর্ণধার , প্রকাশক ও সম্পাদক এ কে এম ম‌তিউর রহমান।

‌তি‌নি ব‌লেন, একঝাঁক তরুন ,নবীন, প্রবীন ও অ‌ভিজ্ঞ সাংবা‌দিক‌দের নি‌য়ে দেশ‌কে উন্ন‌তির এক নতুন দ্বার প্রা‌ন্তে পৌঁ‌ছে দেওয়ার জন্য “দৈ‌নিক বাংলা‌দেশ” এর পদযাত্রা।

এসময় তিনি সকল মহ‌লের সা‌র্বিক সহ‌যো‌গিতা ও দোয়া প্রার্থনা ক‌রে ব‌লেন, খুব শীঘ্রই আনুষ্ঠা‌নিক উ‌দ্ভোধ‌নের মাধ্য‌মে সারা বাংলা‌দেশব্যাপী একযো‌গে ‘‌দৈ‌নিক বাংলা‌দেশ’ প‌ত্রিকা‌টি প্রকাশ করা হ‌বে।

এসময় দৈ‌নিক বাংলা‌দেশ প‌ত্রিকার ডাঃ নিরু ফ‌রিদ, মো: আ‌রিফ হো‌সেন,আবু বক্কর সিদ্দিকী,মো: নাজিম উদ্দিন, আ‌মিনুল ইসলাম, এড‌ভো‌কেট শেখ শামসুল ইসলাম , মো: সিরাজুল ইসলাম, মোরসা‌লিন আহ‌মেদ অপু, জিয়াউর রহমান ,মো: সাঈদ হাওলাদার,মীর শওকত আলী, মো: রু‌বেল মিয়াসহ আ‌রো অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।