প্রধান মেনু

স্বাস্থ্যসেবা সপ্তাহ সারাদেশে সমাদৃত হয়েছে,পেয়েছে অনেক গুরুত্ব- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সিরাজুল ইসলাম: সারাদেশব্যাপী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত  প্রথম বারের মত পালিত হলো জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৯। ‘প্রথম বারেই স্বাস্থ্যসেবা সপ্তাহ সারাদেশে সমাদৃত হয়েছে,পেয়েছে অনেক গুরুত্ব। চিকিৎসাসেবায় ডাক্তারদের পাশাপাশি নার্সদেরও রয়েছে গুরত্বপূর্ণ র্ভমিকা। তবে বেসরকারি মেডিকেল কলেজের চার্জ কমিয়ে শিক্ষার মানের দিকে আরও দৃষ্ঠি দিতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৯ এর সমাপণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। এদিকে বর্তমান গণমুখী ও স্বাস্থ্যবান্ধব সরকারের হাত ধরে স্বাস্থ্যখাত অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেন, জনসংখ্যার বিপুল চাপ ও জলবায়ূ পরিবর্তনের অব্যহত ক্ষতিকর প্রভাব থাকা সত্বেও বাংলাদেশ স্বাস্থ্য বিষয়ক সকল এ সূচক অর্জন করতে সক্ষম হয়েছে।
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: আসাদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জেএম সালেহ উদ্দিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ড: মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ড: আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকড: কাজী মোস্তফা সরোয়ারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে চিকিৎসা বিভাগের বিভিন্ন ডাক্তার,শিক্ষার্থী নার্স,কর্মকর্তা ও কর্মচারিদের অংশ গ্রহনে চমৎকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।