প্রধান মেনু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।  কমিটির সদস্য আসাদুজ্জামান খাঁন, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং বেগম কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গা নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং এ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র করতে পারবে না মর্মে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে বৈঠকে কমিটিকে অবহিত করা হয় । কমিটি  কুতুপালং ক্যাম্পসহ কক্সবাজারে অবস্থিত সকল রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্যান্সিং কার্যক্রম শুরু করাসহ রোহিঙ্গাদের রান্নার জন্য দ্রুত জ¦ালানির ব্যবস্থা করার সুপারিশ করে। অন্যথায় কক্সবাজারের বনাঞ্চল হুমকির মুখে পড়বে।

এছাড়া বৈঠকে রোহিঙ্গাদেরসার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জন্য কক্সবাজারে বিশেষ থানা গঠন করার সুপারিশ করা হয়। জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন,  সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশ সদরদপ্তরের মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক, বিজিবি’র মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।