স্পিকারের সাথে শ্রীলংকার সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা (Chandrika Bandaranaike Kumaratunga) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, সংস্কৃতি, সংসদীয় প্রক্রিয়া, জেন্ডার সমতা, দু’দেশের আর্থসামাজিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এদেশের জনগণের সিংহভাগ ইসলাম ধর্মাবলম্বী হলেও সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে মিশে শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করে আসছে।
সাবেক প্রেসিডেন্ট তাঁর শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সময়ের স্মৃতিচারণ করেন এবং সে সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে শ্রীলংকার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।