স্পিকারের সাথে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন এবং ১৩৬তম আইপিইউ এসেম্বলি সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে এসেম্বলিতে আগত যুক্তরাজ্যের ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও ইন্টারন্যাশনাল ট্রেড সিলেক্ট কমিটির সহসভাপতি ঘরমবষ ঊাধহং, গচ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিআইসিসিতে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
স্পিকার আইপিইউ এসেম্বলিতে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে আইপিইউ এসেম্বলির মতো বৃহৎ আয়োজন করতে পেরে গর্বিত। আইপিইউর দেশগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ এসেম্বলিকে অন্যমাত্রা যোগ করেছে।
স্পিকার বলেন, বর্তমান সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। শিক্ষা, নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নারীর অগ্রাধিকার নিশ্চিতকরণ, জেন্ডার সেনসেটিভ বাজেট প্রণয়নের মতো কর্মসূচি গ্রহণের কারণে বাংলাদেশে জেন্ডার সমতা অনেকটাই নিশ্চিত হয়েছে।
ঘরমবষ ঊাধহং, গচ বলেন, আইপিইউ এসেম্বলি বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছে। স্বাধীনতা সংগ্রামসহ সকল উন্নয়ন কর্মকান্ডে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান বাংলাদেশের উন্নয়ন বিশ্ব সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
স্পিকার বলেন, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রয়েছে চমৎকার সম্পর্ক। দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যেমে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।