প্রধান মেনু

স্পিকারের সাথে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের সাক্ষাৎ

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ব্রিটিশ পার্লামেন্টের লর্ডস সভার এমপি ব্যারোনেস এলিজাবেথ ব্রিজ (ইধৎড়হবংং ঊষরুধনবঃয ইবৎৎরফমব) আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। নাইজেরিয়ার সাবেক এমপি ড. ওবে জেকেউসিলি (উৎ. ঙনু ঊুবশবিংরষর) এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ সময় সিপিএ’র বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরেন।
সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিশ্বের তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে সিপিএ কাজ করে যাচ্ছে। তরুণ সমাজকে গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করে বিশ্ব শান্তি সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে ।
ব্যারোনেস এলিজাবেথ ব্রিজ বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) বিশ্বে সম্প্রীতি, সৌহার্দ্য ও গণতান্ত্রিক চর্চায় অবদান রেখে চলেছে যা প্রশংসার দাবিদার।
সাক্ষাৎকালে তাঁরা ব্রিটেন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ভবিষতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।