স্পিকারের সাথে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি), টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে এর কার্যক্রম বিস্তৃত করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন। এ সময় তিনি এসডিজির বিভিন্ন লক্ষ্যের সাথে মানবাধিকারের সংশ্লেষ থাকায় জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের উদ্যোগে ঢাকায় একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।
স্পিকার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এর উদ্যোগের প্রশংসা করে বলেন, এসডিজি অর্জনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।