প্রধান মেনু

স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যার প্রচেষ্টাকারি সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুলছড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেনকে জোর পূর্বক অপহরণ ও আটক রেখে বেধরক মারপিট এবং হত্যার প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসি শনিবার স্বতঃস্ফুর্তভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচী পালন করে। বিদ্যালয়ের সামনের সড়কে ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মো. আরিফ মিয়া, মো. সাজু মিয়া, আলম মিয়া, তাজেল, নাজমুল হোসেন, খোকা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, চন্দিয়া নয়াবাড়ি গ্রামের দরিদ্র শ্রমজীবি সাজু মিয়ার ছেলে সাজ্জাদকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে রবি মিয়ার ঘরে আটক করে রাখে।

পরে উক্ত সন্ত্রাসীরা সাজ্জাদকে বেধরক মারপিট করে হত্যার অপচেষ্টা চালায়। এসময় সাজ্জাদের চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে এসে সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং ফুলছড়ির উদাখালী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বক্তারা আরও বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী রবি, রানা, শফিসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।