প্রধান মেনু

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রীর সাথে আসাদুজ্জামান নূরের বৈঠক

সুদানের রাজধানী খার্তুমে ওআইসি’র দশম সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগদানকালে গত ২৩ নভেম্বর সন্ধ্যায় খার্তুমের একটি হোটেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সম্মেলনে আগত সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সংবাদ মাধ্যম বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল আজিজ বিন সালামাহ-এর সাথে বৈঠক করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সাথে সাথে সাংস্কৃতিক দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

 মন্ত্রী তাঁর বক্তব্যে সৌদি আরবকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে রোহিঙ্গা বিষয়ে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়া তিনি বাংলাদেশে আয়োজিত বই মেলায় সৌদি আরবকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। ড. আব্দুল আজিজ তাঁর বক্তব্যে রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একইসাথে মুসলিম উম্মাহ’র স্বার্থ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সৌদি উপমন্ত্রী আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ ও সৌদি আরব সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পরস্পর আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। বৈঠকে বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উপদেষ্টা বেগম সুরাইয়া জাহান এবং বাংলাদেশ দূতাবাস রিয়াদের দ্বিতীয় সচিব মোঃ বশির উপস্থিত ছিলেন।