সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিশাল জনসভা
নিজস্ব প্রতিনিধি: গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি জনাব মোঃ নাসিম, এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ এবং মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি জনাব এ.এইচ.এম. খাইরুজ্জামান লিটন, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, এমপি ও সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগ, জনাব শাহরিয়ার আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথি তার ভাষনে বলেন, আগামী ২২ তারিখের রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশ সফল করার জন্য বলেন। তিনি আরও বলেন জ্বালাও পোড়াও রাজনীতি বন্ধ করতে হবে।