প্রধান মেনু

সৈয়দপুর থানার ওসির তৎপরতায় ৫ ঘন্টাতেই নিখোঁজ শিশু উদ্ধার

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান এর তাৎক্ষনিক তৎপরতায় নিখোঁজের মাত্র ৫ ঘন্টার মধ্যেই এক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকায়।

জানা যায়, বিয়ের দাওয়াতে সৈয়দপুরে বেড়াতে এসে সুদূর ঠাকুরগাঁওয়ের চান্দদহর এলাকার মোঃ মাহবুব এর শিশু পুত্র আব্দুল্লাহ আল মামুন (৫) হারিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে তারা সৈয়দপুর থানায় একটি জিডি করে। সাধারণ ডায়েরী নং-১৬৮০। তাং-২৫-২-২০২০ ইং। ডায়েরী করার সাথে সাথে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান এর একান্ত তৎপরতায় তাৎক্ষনিক পুলিশ সদস্যরা শিশুটির খোঁজে নেমে পড়ে। এতে বিকাল সাড়ে ৩ টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকা থেকে শিশুটিতে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে শিশুটিকে সৈয়দপুর থানায় এনে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।