সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জনের মনোনয়নপত্র দাখিল
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা সংবাদদাতা ॥ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের উপজেলাগুলোর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারী এসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদের ৩ জন প্রার্থী হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মো: মোখছেদুল মোমিন (বর্তমান চেয়ারম্যান), জাতীয় পার্টির পৌর সভাপতি ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন ও কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি রুহুল আলম মাস্টার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের আজমল হোসেন সরকার (বর্তমান ভাইস চেয়ারম্যান), উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরহুম আব্বাস আলী সরকারের ছেলে জাহাঙ্গীর আলম সরকার, জাতীয় পার্টির উপজেলা কমিটির অন্যতম নেতা ডা. সুরত আলী, পৌর বিএনপিনেতা মনোয়ার হোসেন ও সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি ও সাংবাদিক আনোয়ার হোসেন প্রামানিক।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রওনক জাহান রিনু আফজাল, বাংলাদেশ আওয়ামী মহিলালীগের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সানজিদা বেগম লাকীএবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজম আলী সরকারের সহধর্মিনী, খাতামধুপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার, উপজেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও ইউনিয়ন মহিলালীগের সভাপতি শেখ হাসিনা।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো: রবিউল আলম জানান, মনোনয়পত্র দাখিলের শেষ দিনে বিকাল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১১ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, বিকাল ৩ টার দিকে আওয়ামীলীগ অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে ব্যাপক শো-ডাউন করে হাজার হাজার নেতাকর্মীসহ উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন আওয়ামীলীগ মনোনীত ৩ জন প্রার্থী। এরা হলেন- চেয়ারম্যান প্রার্থী মোখছেদুল মোমিন, আজমল হোসেন সরকার ও সানজিদা বেগম লাকী।
এসময় তাদের সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কৃষকলীগ কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী, বনিক সমিতি সভাপতি ইদ্রিস আলী, বিশিষ্ট শিল্পপতি এজাজুল ইসলাম বাচ্চুসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাতীলীগ, মৎস্যজীবি লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতাকর্মীবৃন্দ। তারা মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা চত্বর থেকে যাওয়ার পর অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। (সাথে ছবি আছে)