প্রধান মেনু

সৈয়দপুরে বেবী নাজনীনের ঈদ কার্ড বিতরণ ঃ খালেদার মুক্তি দাবি

নীলফামারীর সৈয়দপুরসহ পার্শ্ববর্তী  কিশোরগঞ্জ উপজেলার সর্বত্র খালেদা জিয়ার মুক্তি দাবি সম্বলিত ঈদ কার্ড বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীর কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও কন্ঠশিল্পী বেবী নাজনীন। গত কয়েকদিন ধরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মী, সাংবাদিক, সুধীমহলসহ সর্বস্তরের জনগণের মাঝে এই ঈদ কার্ড বিতরণ করা হচ্ছে। কার্ডে “গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই” এই শ্লোগান লেখা রয়েছে। সে সাথে আগামী ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা “ঈদ মোবারক” জানান হয়েছে।

প্রচ্ছদে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। ভিতরের পৃষ্ঠায় শুভেচ্ছাসহ বেবী নাজনীনের ছবি। বেবী নাজনীনের পক্ষে এসব কার্ড বিতরণ করছেন সৈয়দপুর পৌর বিএনপি’র সভাপতি সামসুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, আব্দুল খালেক, জেলা যুবদলের সেক্রেটারী আনোয়ার হোসেন প্রামানিক, বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, পৌর যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর তারিক আজিজ, ছাত্রদল সভাপতি এ আর পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, দিনার, সুজাউল হক সাজু সহ নেতা কর্মীরা।

এ বিষয়ে কন্ঠশিল্পী বেবী নাজনীন জানান, ঈদের আগেই দেশ মা খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই। তাকে সাথে নিয়েই আমরা ঈদের আনন্দ উপভোগ করতে চাই। পবিত্র ঈদুল ফিতর এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সকল নেতাকর্মী, শুভাকাঙ্খীসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলাবাসীর জন্য ঈদের শুভেচ্ছা। পৌর বিএনপি’র সভাপতি সামসুল আলম বলেন, আমরা আমাদের নেত্রী বেগম খাদেলা জিয়ার নি:শর্ত মুক্তি চাই এবং তা অবশ্যই ঈদের আগেই। আমাদের নেতা বেবী নাজনীন ঈদ কার্ডের মাধ্যমে সেই দাবি করেছেন। আমরা ওই দাবি প্রতিটি ঘরে ঘরে পৌছে দিচিছ। আগামী নির্বাচনে বিএনপি’র দলীয় একক প্রার্থী হিসেবে বেবী নাজনীনকে আমাদের পাশে চাই। সৈয়দপুর ও কিশোরগঞ্জের উন্নয়নের স্বার্থে তার বিকল্প নেই।