সুস্থ শিক্ষিত মা সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি —তথ্যমন্ত্রী
সুস্থ শিক্ষিত হাসিখুশি মায়েদেরকে সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তাদের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরো ভাবতে হবে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর মহাখালীতে রাওয়া সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননা পুরস্কার গরবিনী মা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মা দিবসে সব মায়ের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী স্মরণ করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হাতে বন্দি অবস্থায় অকথ্য অত্যাচারে শহিদ আজাদ ও তার মায়ের কথা। বন্দি আজাদের সাথে শেষ দেখায় মা বুকভাঙা কষ্ট চেপে বলেছিলেন, কষ্ট সহ্য করিয়া থাকিও বাবা, সহযোদ্ধাদের নাম কিন্তু বলিও না। আজাদ মায়ের কথা রেখেছিলেন। প্রাণ দিয়েছেন কিন্তু নাম বলেননি। আবেগরুদ্ধ কণ্ঠে হাসানুল হক ইনু যখন বলছিলেন- এই আমাদের বাংলাদেশের মা, মুক্তিযোদ্ধার মা, হলভর্তি দর্শককে তখন অশ্রু সংবরণ করতে দেখা যায়।
তথ্যমন্ত্রী বলেন, নারীদের শুধু সম্মান দেয়াই যথেষ্ট নয়, সম্পত্তিতেও সমান অধিকার দেয়া উচিত। এসময় গর্ভকালীন ও প্রসূতি মায়ের যতœ ও নারীস্বাস্থ্য রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সন্তানের কৃতিত্বের জন্য সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরিন চৌধুরী, মন্নুজান খাতুন, রাণী হামিদ, ¯িœগ্ধা চন্দ, রাশিদা চৌধুরী, শিরীন হায়াত, নমিতা চৌধুরী এবং জহুরা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়, ফুটবলার কায়সার হামিদ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনয়শিল্পী বিপাশা হায়াত, চঞ্চল চৌধুরী, মেধাবীমুখ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আয়োজক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী তার স্বাগত বক্তব্যে আয়োজনের রূপরেখা তুলে ধরেন ।