সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে সৈয়দপুরে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত- জাপা প্রার্থীর দাবি
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা সংবাদদাতা ঃ আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নীলফামারী জেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহন কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সৈয়দপুর উপজেলা লাঙ্গলের বিজয় সুনিশ্চিত হবে বলে দাবি করেছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রাথী সাবেক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি ২৫ ফেব্রুয়ারী (সোমবার) রাত ৯ টায় সৈয়দপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, উপজেলা পরিষদ প্রথম চালু করেছেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। গ্রামের অবহেলিত এলাকার উন্নয়ন করাই ছিল এর মূল লক্ষ্য।
বর্তমানে স্থানীয় এমপি জাতীয় পার্টির। যদি উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় তাহলে সৈয়দপুর উপজেলার উন্নয়নমূলক কাজগুলো করা সম্ভব হবে। যা ইতোপূর্বে সৈয়দপুর উপজেলাবাসী এরশাদের আমলের উন্নয়ন দেখেছেন। তিনি বলেন, সৈয়দপুর উপজেলা বানিজ্যিক শহর। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের চোখ রয়েছে এখানে। অতীতের ভুল ত্রুটি ভুলে গিয়ে সৈয়দপুর উপজেলাকে মডেল ওউন্নয়ন করতে হলে অবশ্যই লাঙ্গল মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। তাহলে সৈয়দপুরের উন্নয়ন সম্ভব।
জাতীয় পার্টির সংসদ সদস্য থাকায় এখানে জাতীয় পার্টির উপজেলা চেয়ারম্যান থাকলে এলাকায় সুষমভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে। তাই তিনি এখানে লাঙ্গল মার্কার চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি দাবি করেন, সৈয়দপুরের গ্রামাঞ্চলের রাস্তা ঘাট, ড্রেন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। এজন্য তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইতোপূর্বে আমি অনেকবার নির্বাচন করেছি। এবার আমার প্রায় শেষ বয়সের নির্বাচন, এটাই হবে আমার শেষ ভোট করা।
তাই ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সৈয়দপুরের উন্নয়নের জন্য আমার সর্বস্ব দিয়ে সার্বিকভাবে প্রচেষ্টা চালাবো ইনশা আল্লাহ। জয়নাল আবেদীন আরও বলেন, ভোট জনগণের সম্পদ। জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোন প্রকার কারচুপি না হয় সেজন্য সজাগ থাকতে হবে। সে সাথে ভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যবস্থা চাই। ভোটাররা ভোট দিতে পারলে অবশ্যই আমি নির্বাচিত হবো। এসময় তার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন ইকু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ।