প্রধান মেনু

সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নেতা—পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৩ মাঘ (৬ ফেব্রুয়ারি) : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নেতা এবং সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ।

মন্ত্রী আজ ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সম্প্রতি আল-জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল দেশে-বিদেশে নানান বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্তের বিরুদ্ধে সজাগ থেকে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, এডভোকেট বলরাম পোদ্দার ও কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজিসহ অন্য নেতৃবৃন্দ।